রেলে সুরক্ষা বাহিনীতে ( R.P.F ) ৮৬১৯ কনস্টেবল নিয়োগ


 


শূন্য পদ – ৮৬১৯


যোগ্যতা - মাধ্যমিক পাস


বয়স - ১৮-২৫ (০১/০৭/২০১৮ অনুযায়ী)



প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নেগেটিভ মার্কিং থাকবে। এক-একটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর করে কাটা হবে। মোট ১২০টি প্রশ্ন থাকবে, সময় ৯০ মিনিট। অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস (৫০ নম্বর), অ্যারিথমেটিক (৩৫ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (৩৫ নম্বর)। কম্পিউটার বেসড টেস্টের সম্ভাব্য সময় সেপ্টেম্বর এবং অক্টোবর ২০১৮।
যে সমস্ত ভাষায় পরীক্ষা দেওয়া যাবে সেগুলি হল: (১) হিন্দি (২) ইংরেজি (৩) উর্দু (৪) তামিল (৫) তেলুগু (৬) কোঙ্কনি (৭) মালায়ালম (৮) কন্নড় (৯) মারাঠি (১০) গুজরাটি (১১) বাংলা (১২) ওড়িয়া (১৩) অসমিয়া (১৪) মণিপুরী (১৫) পাঞ্জাবি।



শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার। তপশিলি জাতি/ উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬.২ ও ৮১.২ সেন্টিমিটার। উত্তর-পূর্ব ও পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৩ সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার।

আবেদনের ফি: ৫০০ টাকা। অনলাইন পরীক্ষায় বসলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, সংখ্যালঘু, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রাথীদের ক্ষেত্রে ফি ২৫০ টাকা। অনলাইন পরীক্ষায় বসলে ২৫০ টাকাই ফেরত দেওয়া হবে।





অনলাইন ফর্ম ফিলাপ শুরু - ০১/০৬/২০১৮


শেষ তারিখ : ৩০/০৬/২০১৮



  • সমস্ত অনলাইন ফরম এর নোটিফিকেশন পেতে


    আমাদের  Website daily Visit করুন .
  •  লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন !



                  (আমাদের  অনুমতি ছাড়া কোনো পোস্ট কপি করবেন না)






Comments

Popular Posts