গ্রুপ-ডি: পরীক্ষা কেন্দ্রে এই ১০টি টিপস সঙ্গে নিয়ে যান




 শনিবার রাজ্য সরকারের গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা৷ ৬ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসছেন প্রায় ২৫ লক্ষ প্রার্থী৷ যার মধ্যে ভিন রাজ্য থেকে আসছেন প্রায় ৫ লক্ষ প্রার্থী৷ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আগে এ রাজ্যে কোনও সরকারি চাকরি পরীক্ষায় বসেনি৷ তাই গ্রুপ-ডি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য নবান্ন কোনও চেষ্টার ত্রুটি রাখছে না৷ পরিবহন ব্যবস্থার উপর বিশেষ জোর দিচ্ছে সরকার৷ কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরপত্তা ব্যবস্থাও করা হচ্ছে আঁটোসাটো৷





১৷পরীক্ষা প্রার্থীরা হাতে একটু সময় নিয়েই পরীক্ষা কেন্দ্রে যান৷

২৷ এডমিট কার্ড বা হল টিকিটের ফটো কপি করে রাখা ভাল৷

৩৷ সচিত্র পরিচয় পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড. ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন)

৪৷ অন্যান্য পরীক্ষার মতোই এই পরীক্ষায় মোবাইল ফোন, ক্যাকুলেটর ব্যবহার করা যাবে না৷

৫৷ নীল অথবা কালো কালির একাধিক বল পেন (একটি কাজ না করলে বিকল্পের জন্য) নিয়ে পরীক্ষা কক্ষে যান৷

৬৷ OMR SHEET ভাল করে দেখে ফিলাপ করবেন৷ নাহলে ভাল পরীক্ষা দিয়েও কোনও লাভ হবে না৷

৭৷ কিছু বুঝতে না পারলে পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের মতামত নিন৷

৮৷ অবশ্যই হাতে ঘড়ি পরে যাবেন৷

৯৷ এই প্রচন্ড গরমে বোতলে জল নিয়ে যান৷

১০৷ পরীক্ষা কেন্দ্রে যাওয়া থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপরিচিত কারও থেকে কোনওরকম সাহায্য না নেওয়াই ভাল৷ কো্নও সমস্যা হবে পুলিশ প্রশাসন কিংবা পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন৷

Comments

Popular Posts